Suratul all Inshirah

 আল ইনশিরাহ

তাফসীর

اَلَمۡ نَشۡرَحۡ لَکَ صَدۡرَکَ ۙ

আলাম নাশরাহলাকা সাদরাক।

তাফসীর (মুফতী তাকী উসমানী):

১. বক্ষ খােলা ' - এর অর্থ মন ও মননের সম্প্রসারণ অর্থাৎ ঈমান ও হিদায়াতের আলোয় অন্তঃকরণকে আলােকিত করা, অন্তদৃষ্টির সামনে জ্ঞান - প্রজ্ঞার জগতকে উন্মােচিত করা এবং সর্বপ্রকার কুণ্ঠা ও সংকীর্ণতার অবসান ঘটিয়ে অন্তরে হিম্মত ও উদারতা প্রভৃতি মহৎ গুদের বিকাশ ঘটানাে। -অনুবাদক

وَوَضَعۡنَا عَنۡکَ وِزۡرَکَ ۙ

ওয়া ওয়াদা‘না-‘আনকা বিঝরাক

তাফসীর

الَّذِیۡۤ اَنۡقَضَ ظَہۡرَکَ ۙ

আল্লাযীআনকাদা জাহরাক।

তাফসীর (মুফতী তাকী উসমানী):

২. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুওয়াতের গুরুদায়িত্ব অর্পণ করা হয়, তখন প্রথম দিকে তাঁর কাছে এটি এক সুকঠিন বােঝা মনে হচ্ছিল এবং এর চাপে তিনি সর্বক্ষণ অস্থির থাকতেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে এমনই হিম্মত দান করেন যে, যত বড় কঠিন কাজই হােক না কেন তা তার কাছে সহজ মনে হতে লাগল। ফলে অত্যন্ত ধীর-স্থিরভাবে তা সম্পাদন করতে পারতেন। এ অনুগ্রহের কথাই এ সূরায় স্মরণ করানাে। হয়েছে। 

তাফসীর

وَرَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ ؕ

Post a Comment

Pleace comment what your mind saying now at this time... Or give us a Question to solve it and post on thise site.. Remember thise site..

Previous Post Next Post
close
Advertise with Anonymous Ads