কাদিয়ানীরা শুধুই এক দল নয় । বর্তমানে তারা বহু দলে বিভক্ত এবং তাদের আকিদা বা বিশ্বাসে অনেক পার্থক্য আছে । তথ্য ও প্রমাণ সহ বিস্তারিত

Advertise with Anonymous Ads

কাদিয়ানীরা শুধুই এক দল নয় । বর্তমানে তারা বহু দলে বিভক্ত এবং তাদের আকিদা বা বিশ্বাসে অনেক পার্থক্য আছে । তথ্য ও প্রমাণ সহ বিস্তারিত

প্রথমে এটা উল্লেখ করা প্রয়োজন যে , কাদিয়ানীরা মুসলমানদের তাচ্ছিল্য করে বলে, আরে আরে তোমরা মুসলিমরা ৭৩ ভাগে বিভক্ত আর অপরদিকে আমরা [অর্থাৎ কাদিয়ানীরা] শুধুই এক দল, অথচ তাদের এই দাবী শতাব্দীর জঘন্য মিথ্যা । আসুন তাদের এই মিথ্যা খন্ডন করা যাক ।
কাদিয়ানীরা কম-বেশী বর্তমানে ১৪ দলে বিভক্ত এবং মজার বিষয় হলো তাদের প্রত্যেকের অফিসিয়াল ওয়েবসাইটগুলোও ভিন্ন ভিন্ন :

কাদিয়ানীদের কয়েকটি দলের নাম হল :

১. জামাতে আহমদীয়া ইন্দোনেশিয়া গ্রুপ। এদের আকীদা হল, এরা মির্যা কাদিয়ানীকে শুধুমাত্র একজন শিক্ষক মানেন। নবী রাসূল মানেন না।
২. জামাতে আহমদীয়া লাহোরী মুভমেন্ট। এই দলের বর্তমান প্রধান প্রফেসর আব্দুল করীম সাঈদ (www.aaiil.org). এই দল দুটি হেকিম নূরুদ্দীন এর মৃত্যুর পরপরই সৃষ্টি হয়েছিল। এরাও তাকে নবী রাসূল মানে না।
৩. জামাতে আহমদীয়া ইসলাহ পছন্দ। এই দলের বর্তমান প্রধান আব্দুল গাফফার জম্বাহ (www.alghulam.com). এদের অন্যতম বিশ্বাস, আব্দুল গাফফার জম্বাহ-ই কথিত মুসলেহ মওউদ।
৪. গ্রীন আহমদিয়া। এই দলের প্রধান, মির্যা রফি আহমদ (www.greenahmadiyyat.org). এরাও মির্যা নবী রাসূল মানেনা।
৫. জামাতে আহমদীয়া আল-মুসলিমীন। এই দলের প্রধান জফর আহমদ ডায়মন্ড (www.jaam-international.org).
৬. জামাতে আহমদীয়া হাকীকী। এই দলের প্রধান, নাসির আহমদ সুলতানী (www.ahmadiyyah.org).
৭. মাহমূদী [কাদিয়ানী] ফেরকা। এই দলের বর্তমান প্রধান মির্যা মাসরূর আহমদ কাদিয়ানী (www.alislam.org).
৮. জামাতে আহমদীয়া আনওয়ারুল ইসলাম। এই দলের বর্তমান প্রধান হাজি জিবরেল (www.anwarulislam.org).
৯. আহমদীয়া সহীহ ইসলাম। এই দলের বর্তমান প্রধান মুনীর আহমদ আজিম (www.jamaat-ul-sahih-al-islam.com).
১০. আহমদীয়া জাহেদখান গ্রুপ। এই দলের প্রধান, জাহেদখান।
১১. আহমদীয়া তাহের নাসিম গ্রুপ। এই দলের প্রধান তাহের নাসিম। তিনি ৩০ই জুলাই ২০২০ইং পাকিস্তানের পেশোয়ারে একটি আদালতে শুনানিকালে গাজি খালেদখান নামক এক যুবকের গুলিতে নিহত হয়।
১২. তিমাহপুরী গ্রুপ। এই দলের প্রধান আব্দুল্লাহ তিমাহপুরী। সে মির্যা কাদিয়ানীর মুরিদ ছিল এবং মির্যা কাদিয়ানীর জীবদ্দশাতেই নবুওয়তের দাবী করেছিল।
১৩. আহমদীয়া আসাদশাহ গ্রুপ। এই দলের প্রধান, আসাদশাহ। সেও কয়েক বছর পূর্বে আমেরিকায় আততায়ীর গুলিতে নিহত হয়।
১৪. লাহোরী ইন্দোনেশিয়ান গ্রুপ। এরা মির্যা কাদিয়ানীর মুরিদ মুহাম্মদ আলী লাহোরীর চিন্তাধারায় প্রভাবিত ও তার গ্রুপ থেকেই ছিটকে পড়া হলেও মূলত কাদিয়ানী জামাতেরই একটি ফেরকা। এই হল বর্তমান কাদিয়ানী জামাতের বিভক্তির সংক্ষিপ্ত তালিকা। আস্তে আস্তে এ তালিকা আরো দীর্ঘ হচ্ছে। সুতরাং কাদিয়ানীদের দাবী, তারা একটিমাত্র দল; তাদের এই কথা জঘন্য মিথ্যা।

তথ্য সংগ্রহে : প্রিন্সিপাল নূরুন্নবী।



Advertise with Anonymous Ads

Post a Comment

Pleace comment what your mind saying now at this time... Or give us a Question to solve it and post on thise site.. Remember thise site..

Previous Post Next Post
close
Advertise with Anonymous Ads