সত্যিই কি আশুরার দিন কিয়ামত হতে পারে ?


Thise-is-isalm 


সত্যিই কি আশুরার দিন কিয়ামত হতে পারে ?

আশুরা দিবসের গুরুত্ব আলোচনা করতে গিয়ে অনেকে বক্তা বলে থাকেন যে, ‘হাদীস শরীফে এসেছে, এই দিনে কিয়ামত সংগঠিত হবে।’
এই কথাটা ঠিক নয়। যে বর্ণনায় আশুরার দিন কিয়ামত হওয়ার কথা এসেছে তা হাদীস বিশারদদের সিদ্ধান্ত অনুযায়ী ভিত্তিহীন, জাল।
আল্লামা আবুল ফরজ ইবনুল জাওযী ওই বর্ণনা সম্পর্কে মন্তব্য করেন যে, ‘এটা নিঃসন্দেহে মওযূ বর্ণনা …।’ হাফেয সুয়ূতী রাহ. ও আল্লামা ইবনুল আররাক রাহ.ও তাঁর ওই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। (কিতাবুল মওযূআত ২/২০২; আল লা-আলিল মাসনূআ ২/১০৯; তানযীহুশ শরীআতিল মরফূআ ২/১৪৯)

তবে জুমআর দিন কিয়ামত সংঘটিত হওয়ার কথা সহীহ হাদীসে এসেছে। (সুনানে তিরমিজী, হাদীস নং-৪৮৮, সহীহ মুসলিম, হাদীস নং-৮৫৪)



Post a Comment

Pleace comment what your mind saying now at this time... Or give us a Question to solve it and post on thise site.. Remember thise site..

Previous Post Next Post
close
Advertise with Anonymous Ads